হাঙ্গেরি যেতে কত টাকা লাগে ২০২৫
হাঙ্গেরি ইউরোপের মধ্যম আয়ের একটি দেশ। এই দেশে যেতে আগ্রহীদের বাংলাদেশ থেকে হাঙ্গেরি যেতে কত টাকা লাগে ধারণা রাখতে হয়। পূর্ব ইউরোপের দেশগুলোর তুলনায় এই দেশে কাজের বেতন বেশি হয়ে থাকে।
বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশে সাধারণত পড়াশোনা, চাকরি ও ভ্রমণের উদ্দেশ্যে যায়। ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। হাঙ্গেরি ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা খরচ ভিন্ন হয়ে থাকে।
বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশে যেতে আগ্রহীদের হাঙ্গেরিতে যেতে কত টাকা লাগে জানতে হবে। এছাড়া হাঙ্গেরি যাওয়ার উপায়, যেতে কি কি কাগজপত্র লাগে, কত বয়স লাগে ইত্যাদি সম্পর্কে জানতে পারবেন।
বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাওয়ার জন্য উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি প্রয়োজন হয়। পড়াশোনা, ব্যবসা, ভ্রমণ ও কাজের জন্য ভিন্ন ভিন্ন ভিসা রয়েছে। উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি নির্বাচন করে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়।
স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য শিক্ষার্থীদের হাঙ্গেরির কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। টুরিস্ট ভিসা পেতে আবেদনকারীদের আর্থিক সক্ষমতা ও ট্রাভেল রেকর্ড থাকতে হয়। আর কাজের ভিসা পেতে বৈধ জবের অফার পেতে হবে।
বাংলাদেশে হাঙ্গেরি দূতাবাস রয়েছে। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিজে নিজে অথবা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে হাঙ্গেরি ভিসা আবেদন করতে পারেন। ভিসা আবেদন করার পর এম্বাসিতে গিয়ে ইন্টারভিউ দিতে হয়।
হাঙ্গেরি যেতে কি কি লাগে?
বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাওয়ার বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদন করতে প্রয়োজনীয় কাগজপত্র লাগে।
- বৈধ পাসপোর্ট
- হাঙ্গেরি ভিসা আবেদন ফরম
- পাসপোর্ট সাইজের ছবি
- ভিসা আবেদন ফি
- জাতীয় পরিচয় পত্র
- আইইএলটিএস স্কোর
- আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট)
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার
- রিকমেন্ডেশন লেটার
- ট্রাভেল রেকর্ড
হাঙ্গেরি যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এম্বাসিতে গিয়ে নিজে নিজে ভিসা প্রসেসিং করা যায়। এক্ষেত্রে ভিসা খরচ কম হয়ে থাকে।
বর্তমান বাংলাদেশ থেকে হাঙ্গেরি যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা খরচ হয়। তবে স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে খরচ কম হয়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে খরচ ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হয়। এজেন্সির মাধ্যমে হাঙ্গেরি ভিসা প্রসেসিং করলে ভিসা খরচ তুলনামূলক বেশি লাগে।
বাংলাদেশ থেকে টুরিস্ট ভিসা নিয়ে হাঙ্গেরি যেতে প্রায় ৩ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত লাগে। হাঙ্গেরি যেতে আগ্রহীদের অবশ্যই হাঙ্গেরি যেতে কত টাকা লাগে সঠিক ধারণা রাখতে হবে।
হাঙ্গেরি যেতে কত বছর বয়স লাগে?
বাংলাদেশ থেকে হাঙ্গেরি যাওয়ার বয়সের কোন সীমাবদ্ধতা নেই। সাধারণত ভিসা আবেদন করতে বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে হাঙ্গেরি যেতে কমপক্ষে ২০ বছর হতে হবে।
হাঙ্গেরি কাজের ভিসা নিয়ে যেতে চাইলে আগ্রহীদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হলে ভিসা পাওয়ার রেশিও বেশি থাকে। স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা আবেদনকারীদের বয়সের কোন রিকোয়ারমেন্ট পূরণ করতে হয় না।
FAQs
বাংলাদেশ থেকে হাঙ্গেরি যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে বিমানে করে হাঙ্গেরি যেতে প্রায় ১৫ ঘন্টা থেকে ২০ ঘন্টা সময় লাগে।
বাংলাদেশ টু হাঙ্গেরি বিমান ভাড়া কত?
বাংলাদেশ টু হাঙ্গেরি বিমান ভাড়া প্রায় ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা।
বাংলাদেশ থেকে হাঙ্গেরি ভিসার অনুপাত কত?
বাংলাদেশ থেকে হাঙ্গেরি ভিসার অনুপাত তুলনামূলক অনেক ভালো হয়ে থাকে। এই দেশের ভিসা রেশিও সবচেয়ে বেশি।
বাংলাদেশ থেকে হাঙ্গেরি কত কিলোমিটার?
বাংলাদেশ থেকে হাঙ্গেরি দূরত্ব প্রায় ৬,৬৭৬ কিলোমিটার।
হাঙ্গেরি টাকার মান কত?
হাঙ্গেরি মুদ্রার নাম হলো ফরিন্ট। বর্তমান হাঙ্গেরি ১ টাকা সমান বাংলাদেশের ৩০ পয়সা।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য