অস্ট্রেলিয়া কাজের ভিসা ২০২৫
বাংলাদেশ থেকে অনেকে কাজের উদ্দেশ্য অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে চায়। উন্নত জীবন মান, উচ্চ আয়ের সুযোগ ও প্রাকৃতিক সৌন্দর্য বিভিন্ন প্রান্তের মানুষকে এই দেশে যেতে আকৃষ্ট করে থাকে। এজন্য বর্তমানে অস্ট্রেলিয়া পড়াশোনা, চাকরি ও ভ্রমণের জন্য জনপ্রিয় গন্তব্য।
অস্ট্রেলিয়া কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে। প্রতিবছর এই দেশে শ্রমিকের সংকট দেখা যায়। পৃথিবীর অন্যতম উন্নত এই দেশে বিভিন্ন সেক্টরে শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে।
বাংলাদেশ থেকে ভাগ্য পরিবর্তন ও উন্নত জীবনের আশায় কাজের ভিসা নিয়ে এই দেশে যেতে আগ্রহীদের অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে। এছাড়া অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন কত, প্রয়োজনীয় কাগজপত্র, ভিসা খরচ সম্পর্কে জানতে হবে।
অস্ট্রেলিয়া কাজের ভিসা ২০২৫
চাকরি কিংবা কাজের উদ্দেশ্যে উন্নত দেশ অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন। অস্ট্রেলিয়া বিভিন্ন ধরনের ওয়ার্ক ভিসা রয়েছে। যেমন: সাবক্লাস ১৮৯, সাবক্লাস ৪৮২, সাবক্লাস ৪১৭ ও ৪৬২, সাবক্লাস ৪৯৪, সাবক্লাস ১৮৬, সাবক্লাস ১৯০।
পেশাজীবীদের জন্য সাবক্লাস ১৮৬ ভিসা ক্যাটাগরিতে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হয়। তবে অল্প শিক্ষিতরা কাজের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যেতে চাইলে টেম্পোরারি ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হয়। ভিসা নির্বাচন করতে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিবেন।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন প্রক্রিয়া
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। নিজে নিজে অথবা বিশ্বস্ত এজেন্সির সহযোগিতায় অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করতে হয়। এক্ষেত্রে এজেন্সিকে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হয়।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার জন্য জব অফার লেটার ও ওয়ার্ক পারমিট প্রয়োজন। অনেক ক্ষেত্রে ইংরেজি ভাষা দক্ষতা প্রয়োজন হয়। কাজের ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে অনলাইনে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করে কাজের ভিসা আবেদন করতে পারবেন।
ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করে প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তারপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ব্যক্তিগত ইনফরমেশন ও ভিসা আবেদন ফি জমা দিয়ে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন সম্পন্ন করতে হবে।
অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে কি কি লাগে?
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়। অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্র লাগে:
- ই-পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয় পত্র
- কাজের দক্ষতার সার্টিফিকেট
- ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট
- সিভি
- জব অফার লেটার
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- ইংরেজি ভাষা দক্ষতা
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
অস্ট্রেলিয়া কাজের ভিসা ২০২৫ কত টাকা লাগে?
কাজের ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সরকারিভাবে ও বেসরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়া যায়। অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে। অল্প খরচে সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন।
বর্তমান বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে প্রায় ৮ লাখ টাকা থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লাগে। বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজের ভিসা নিয়ে গেলে খরচ বেশি হয়ে থাকে। অনেকে দালালের মাধ্যমে অবৈধভাবে এই দেশে যায়।
FAQs
অস্ট্রেলিয়া প্রবাসীদের বেতন কত?
অস্ট্রেলিয়া শ্রমিকের বেতন প্রায় ৩ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা।
অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন কত?
অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন প্রায় ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা।
অস্ট্রেলিয়ার ১ ডলার বাংলাদেশের কত টাকা?
অস্ট্রেলিয়ার ১ ডলার বাংলাদেশের ৭৮ টাকা।
অস্ট্রেলিয়া কোন কাজের চাহিদা বেশি?
অস্ট্রেলিয়া কৃষি কাজের চাহিদা বেশি রয়েছে।
অস্ট্রেলিয়া কোন কাজের বেতন বেশি?
অস্ট্রেলিয়া খনি শিল্পে কাজের বেতন বেশি হয়ে থাকে।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য
আমার তো যেতে ইচ্ছে করে অস্ট্রেলিয়ায়।অনেক এজেন্সিরা কিস্তিতে টাকা চাই। এটা কতদূর সত্য।
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ! আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+icyOuiY4RIg5NGI1
Job
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে পরিচিত অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিন। আমরা কোন ধরনের ভিসা প্রসেসিং করি না। পাঠকদের শুধু গাইডলাইন দিয়ে থাকি। ধন্যবাদ! আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/+icyOuiY4RIg5NGI1
Going to Australia for work is one of the biggest dreams of my life.
আমি ১৬ বছর ধরে প্লাম্বার কাজ করে আসছি আমি কি আই এল টি এস ছাড়া অস্ট্রেলিয়া যেতে পরবো
পারবেন। তবে কৃষি ভিসা নিয়ে।
marketing working I am working market
turis visha
My dream Country Australia. I want go Australia. Earn money and Living Australia. Please what can i do suggest me.
If you want to go officially notice on Boesl, Otherwise, Contact with a trusted agency.
আমি অস্ট্রেলিয়া যেতে চাচ্ছি। প্রসেসিং এর জন্য কি কি লাগবে আর কত দিনের মধ্যে আপনারা নিতে পারবেন। ওয়ারফারমিট কিভাবে দেন। খুব দুঃখজনক বিষয় আমার কাছ থেকে এক দালালে টাকা খাইসে অনেকগুলো টাকা আমার ফ্যামিলিতে অনেক সমস্যা হয়েছে খুব সমস্যায় আছি কিভাবে সহজ হবে প্রসেসিং করলে ভালো হবে একটু দয়া করেন আপনি একজনে উপকার করবেন আল্লাহ আপনার উপকার করবে ইনশাআল্লাহ
আমরা ভিসা প্রসেসিং করি না।
আমি ঢাকা এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছি ..আগে কোনো টাকা নিবে না………1 বছরে সোধ করতে হবে …এটা কি ভালো হবে নাকি ভুয়া একটু বোলে যাবেন প্লিজ
ভিসা নিয়ে যাচাই করে টাকা দিবেন। তারা বিভিন্ন কারণ দেখিয়ে টাকা নিতে পারে।
ভাই আমি ইন্টার পাস ভাই আমি কি কোনো ভাবে অস্ট্রেলিয়া যেতে পারবো ভাই ভিসা কাটা গড়ি সাব ক্লাস কত তে এপ্লাই করতে হবে আনা বলেন ভাই আর কোনো ভালো এজেন্ট খোজ পাইলে বলেন ভাই
আমি ঢাকা এজেন্সির মাধ্যমে যেতে চাচ্ছি…এখন শুধু আবেদন করার 12500 টাকা নিবে আর কোনো টাকা নিবে না ..যাওয়ার পর 1 বছরে টাকা পরিশোধ করতে হবে…তাদের এজেন্সি অফিস হলো ঢাকা মিরপুর 10 ..তার নাম হলো …আব্দুল জলিল ..আপনারা যদি বলতেন এই এজেন্সির মাধ্যমে যাওয়া কি ঠিক হবে .নাকি ভুল হবে.
I am a farmer
house driver
৪০ বছর বয়স হলে কি কৃষি ভিসা পাওয়া যায় অস্ট্রেলিয়ার?
সম্ভাবনা রয়েছে।
আমি অষ্ট্রেলিয়া যেতে ইচ্ছুক তাই অষ্ট্রেলিয়া Costa group এর বেপারে যদি একটু বলতেন প্লিজ
এজেন্সির সাথে যোগাযোগ করুন।
আমি অষ্ট্রেলিয়া যেতে ইচ্ছুক অষ্ট্রেলিয়া ভিসা পাওয়ার পর আর কি কি করতে হয়
এজেন্সির সাথে যোগাযোগ করুন।