কসোভো টাকার মান কত ২০২৫ (আজকের রেট)
কসোভো দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান অঞ্চলে অবস্থিত ছোট একটি দেশ। যদিও দেশটি এখনো ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর সদস্য হতে পারেনি এবং সেনজেন চুক্তির আওতার বাইরে রয়েছে। তবে এই রাষ্ট্রটি দ্রুত অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে যাচ্ছে।
বর্তমানে অনেক বাঙালি প্রবাসী দেশটিতে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। কসোভোতে যেতে আগ্রহীরা প্রায়ই ইন্টারনেটে সার্চ করে জানতে চায় “কসোভো টাকার মান কত” অনেকেই কৌতূহলবশতও এই তথ্য খুঁজে থাকেন।
কসোভো টাকার মান দিয়ে দেশের অর্থনৈতিক বাস্তবতা পুরোপুরি মূল্যায়ন করা যাবে না। দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে নির্ভরযোগ্য মাধ্যম এবং কসোভো টাকার রেট সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। এজন্য কসোভো টাকার মান কত সর্বশেষ তথ্য জানতে হবে।
কসোভো টাকার মান কত ২০২৫
দক্ষিণ-পূর্ব ইউরোপের ছোট্ট দেশ কসোভো। স্বাভাবিকভাবেই অনেকেই দেশটি সম্পর্কে জানতে গুগলে সার্চ করেন এবং “কসোভো টাকার মান কত” এই প্রশ্নের উত্তর খোঁজেন। দেশটির মোট জিডিপি বাংলাদেশের তুলনায় অনেক কম এবং বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে বেশি।
কসোভোতে প্রচলিত মুদ্রা কোনো দেশীয় মুদ্রা নয়। ইউরো পৃথিবীর অন্যতম শক্তিশালী ও বহুল ব্যবহৃত একটি মুদ্রা যা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরেই সর্বাধিক ব্যবহৃত হয়। ২০০২ সাল থেকে কসোভো ইউরোকে তাদের অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করছে। বর্তমানে ১ ইউরো সমান বাংলাদেশি প্রায় ১২৬.৫০ টাকা।
কসোভো ১ টাকা বাংলাদেশের কত টাকা?
বেশিরভাগ মানুষ কসোভো সম্পর্কে জানার সময় ইন্টারনেটে “কসোভো ১ টাকা বাংলাদেশের কত টাকা?” লিখে অনুসন্ধান করেন। কসোভোতে যেতে আগ্রহী বা প্রবাসী হিসেবে কাজ করছেন, তাদের জন্য মুদ্রা বিনিময় হার একটি গুরুত্বপূর্ণ বিষয়।খোলা বাজারে ইউরো সেল করলে তুলনামূলক বেশি রেট পাওয়া যায়।
তবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে অর্থ পাঠালে বর্তমান বিনিময় হার অনুযায়ী ১ ইউরো সমান বাংলাদেশি প্রায় ১২৬.৫০ টাকা পাওয়া যায়। অর্থ পাঠানোর ক্ষেত্রে বিশ্বস্ত ও অনুমোদিত মাধ্যম ব্যবহার করা সবসময় নিরাপদ।
কসোভো টাকার রেট কত ২০২৫
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বিনিময়ে মুদ্রার মান নিয়ে মানুষের আগ্রহ সবসময়ই থাকে। বর্তমান কসোভো ১ ইউরো বিনিময় মূল্য বাংলাদেশি প্রায় ১২৬.৫০ টাকা। তবে মুদ্রা বিনিময়ের হার সবসময় নির্দিষ্ট থাকে না।
মুদ্রা বিনিময়ের এই জটিল বাস্তবতা মাথায় রেখে প্রবাসীদের উচিত সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করা যাতে তাদের কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ মূল্য পাওয়া যায়।
কসোভো ইউরো | বাংলাদেশী টাকা |
---|---|
১ ইউরো | ১২৬.৫০ টাকা |
১০ ইউরো | ১,২৬৫.০০ টাকা |
৫০ ইউরো | ৬,৩২৫.০০ টাকা |
১০০ ইউরো | ১২,৬৫০.০০ টাকা |
FAQs
কসোভো মুদ্রার নাম কী?
কসোভোতে প্রচলিত মুদ্রা হলো ইউরো। যদিও এই দেশটি এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়নি।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য