ক্রোয়েশিয়া বেতন কত ২০২৫
বাংলাদেশ থেকে অনেকে ক্রোয়েশিয়া কাজের ভিসা নিয়ে যেতে চায়। পড়াশোনার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা নিয়ে এই দেশে গেলেও উচিত হবে ক্রোয়েশিয়া বেতন কত সেটা সম্পর্কে ধারণা রাখা। এটি ইউরোপের মাঝারি আয়ের একটি দেশ।
ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত এই দেশের কাজের বেতন বেশি রয়েছে। এই দেশে বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা চাইলে পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন কাজ করতে পারে।
বাংলাদেশ থেকে পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্যে ইউরোপের মধ্যম আয়ের এই দেশে যেতে আগ্রহীদের ক্রোয়েশিয়া বেতন কত জানতে হবে। এছাড়া ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা ও বেতন বেশি রয়েছে জানতে হবে।
ক্রোয়েশিয়া বেতন কত?
ক্রোয়েশিয়া কাজের বেতন কোম্পানি ও কাজের ধরনের উপর নির্ভর করে ভিন্ন হয়ে থাকে। এদেশের বর্তমান বেতন কাঠামো দেশের অর্থনীতির চাহিদা ও শ্রমিকদের জীবনযাত্রার মানের সাথে সংগতিপূর্ণ রয়েছে।
বর্তমান ক্রোয়েশিয়া কাজের বেতন প্রায় ১ লাখ টাকা থেকে ২ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এদেশের অধিকাংশ প্রতিষ্ঠানে ওভারটাইম কাজ করার সুযোগ রয়েছে। কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে বেতন বেশি হয়।
বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ক্রোয়েশিয়া যেতে চাইলে ক্রোয়েশিয়া বেতন সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে। উল্লেখ্য, এদেশের বেতন কাঠামো প্রতিবছর সরকার পরিবর্তন করে থাকে।
ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন কত?
সামাজিক ন্যায় বিচার ও স্থিতিশীলতার জন্য কাজের সর্বনিম্ন বেতন কাঠামো গুরুত্বপূর্ণ। ইউরোপের ইউনিয়নের দেশগুলোর মধ্যে এই দেশের সর্বনিম্ন বেতন কাঠামো মধ্যম স্তরে রয়েছে।
বর্তমান ক্রোয়েশিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৯৭০ ইউরো। ক্রোয়েশিয়া সরকার প্রতি বছর সাম্যতা নিশ্চিত করার জন্য সর্বনিম্ন বেতন বৃদ্ধি করে থাকে। এটি শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দারিদ্র দূরীকরণে সহায়ক।
ক্রোয়েশিয়া সপ্তাহে ৪০ ঘন্টা কাজের সময়সীমা নির্ধারিত রয়েছে। অতিরিক্ত কাজ করলে ওভারটাইম হিসেবে বেতন সমন্বয় করা হয়। এদেশে কর্মীরা সপ্তাহে সর্বোচ্চ ১০ ঘন্টা ওভারটইম কাজ করতে পারে।
ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৫
ক্রোয়েশিয়া কাজ করতে চাইলে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রয়োজন হয়। এই দেশের সরকার বিদেশি কর্মীদের কাজ করার পাশাপাশি বসবাস করার অনুমতি দিয়ে থাকে। ক্রোয়েশিয়া কাজের ভিসা আবেদন করার জন্য কাজের অফার লেটার ও ওয়ার্ক পারমিট প্রয়োজন হয়।
ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ক্রোয়েশিয়া কাজের ভিসা নিজে নিজে প্রসেসিং করতে পারবেন। এই ভিসা প্রসেসিং করতে ১৫ দিন থেকে দুই মাস সময় লাগতে পারে। এই ভিসার মেয়াদ সাধারণত এক বছর হয়। তবে চাইলে নবায়ন করতে পারবেন।
ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি?
ক্রোয়েশিয়ার অবকাঠামাগত উন্নয়নের জন্য রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার এবং সহকারী শ্রমিকের ব্যাপক চাহিদা রয়েছে।
এছাড়া হোটেল স্টাফ, ক্লিনার, ওয়েটার, কৃষি শ্রমিক, প্যাকেজিং কর্মী, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি সার্ভিস ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে।
ক্রোয়েশিয়া কোন কাজের বেতন বেশি?
বর্তমান ক্রোয়েশিয়ার অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল এবং উন্নতির দিকে রয়েছে। সাম্প্রতিককালে এই দেশের বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
বর্তমান ক্রোয়েশিয়াতে রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ট্যাক্সি ড্রাইভার, ডেলিভারি ড্রাইভার, ওয়েটার, হোটেল স্টাফ, বিক্রয় কর্মী, রাইড শেয়ারিং ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য