সার্বিয়া যেতে খরচ কত ২০২৫
বাংলাদেশ থেকে ইউরোপের দেশ সার্বিয়া যেতে আগ্রহীদের সার্বিয়া যেতে খরচ কত সঠিক ধারণা রাখতে হয়। এটি দক্ষিণ-পূর্ব ইউরোপের নিম্ন আয়ের একটি দেশ। ইউরোপের এই দেশটি এখনো সেনজেনভুক্ত হয়নি।
বাংলাদেশ থেকে অনেকে পড়াশোনা, চাকরি ও ভ্রমণের উদ্দেশ্যে ইউরোপের এই দেশে যেতে চায়। উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। আর ভিসা ক্যাটাগরি ও প্রসেসিং মাধ্যম অনুযায়ী ভিসা খরচ ভিন্ন হয়ে থাকে।
বাংলাদেশ থেকে সহজে ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ করতে চাইলে এই দেশে যেতে পারেন। এজন্য অবশ্যই আগ্রহীদের সার্বিয়া যেতে খরচ কত জানতে হবে। এছাড়া সার্বিয়া যাওয়ার উপায় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও বয়সসীমা সম্পর্কে জানতে হবে।
সার্বিয়া যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে সার্বিয়া সরকারিভাবে ও বেসরকারিভাবে যাওয়া যায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে সার্বিয়া যাওয়া যায়।
সরকারিভাবে এই দেশে যেতে চাইলে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে হবে। যেমন: বোয়েসেল ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এসব ওয়েবসাইটে সার্কুলার পাবলিশ করলে সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট করে আবেদন করতে হবে।
বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে সার্বিয়া যেতে পারবেন। ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিকটস্থ এম্বাসিতে গিয়ে আবেদন করতে হয়।
কেউ চাইলে বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে সার্বিয়া ভিসা প্রসেসিং করতে পারে। এক্ষেত্রে এজেন্সিকে ফি পরিশোধ করতে হবে। তবে ভুলেও অগ্রিম টাকা দিয়ে এজেন্সির কাছ থেকে ভিসা নেওয়ার চুক্তি করবেন না।
সার্বিয়া যেতে কি কি কাগজ লাগে?
বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার জন্য উদ্দেশ্য অনুযায়ী ভিসা প্রয়োজন। ভিসা আবেদন করতে নিম্নে উল্লেখিত কাগজপত্র রেডি করতে হয়:
- কাজের দক্ষতা ও অভিজ্ঞতার সার্টিফিকেট
- জাতীয় পরিচয় পত্র
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার
- আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট)
- রিকমেন্ডেশন লেটার
- পাসপোর্ট সাইজের ছবি
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- আইইএলটিএস স্কোর
- ভিসা আবেদন ফরম
- বৈধ পাসপোর্ট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- চাকরির অফার লেটার
- ট্রাভেল রেকর্ড
- ভিসা আবেদন ফি
সার্বিয়া যেতে খরচ কত?
বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে। যেমন: স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা ও ওয়ার্ক ভিসা। বাংলাদেশ থেকে সরকারিভাবে এই দেশে যেতে খরচ কম হয়ে থাকে।
বর্তমান বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সার্বিয়া যেতে প্রায় ৬ লাখ টাকা থেকে ১১ লাখ টাকা লাগে। তবে স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা নিয়ে যেতে তুলনামূলক খরচ কম হয়ে থাকে। এক্ষেত্রে ৪ লাখ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশটিতে যেতে আগ্রহীদের অবশ্যই সার্বিয়া যেতে খরচ কত জানতে হবে। এই দেশে যাওয়ার ক্ষেত্রে দালাল থেকে দূরে থাকতে হবে।
সার্বিয়া যেতে কত বছর বয়স লাগে?
বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার বয়সের কোনো শর্ত নেই। তবে প্রতিটি দেশের ভিসা আবেদন করতে আবেদনকারীদের কমপক্ষে ১৮ বছর বয়স হতে হয়।
বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ইউরোপের এই দেশটিতে যাওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স যদি ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয় তবে ভিসা পাওয়ার রেশিও বেশি থাকে।
FAQs
বাংলাদেশ থেকে সার্বিয়া যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে বিমানে করে সার্বিয়া যেতে প্রায় ১০ ঘন্টা সময় লাগে।
সার্বিয়া থেকে কোন দেশে যাওয়া যায়?
সার্বিয়া থেকে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, মন্টিনগ্রো, আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ইত্যাদি দেশে সহজে যাওয়া যায়।
সার্বিয়া কি ইউরোপীয় ইউনিয়ন?
না, সার্বিয়া এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়নি।
সার্বিয়া কি সেনজেন ভুক্ত দেশ?
না, সার্বিয়া সেনজেনভুক্ত দেশ নয়।
বাংলাদেশ টু সার্বিয়া বিমান ভাড়া কত?
বাংলাদেশ টু সার্বিয়া বিমান ভাড়া প্রায় ১ লাখ ১০ হাজার টাকা থেকে ২ লাখ ২০ হাজার টাকা হয়ে থাকে।