ইতালি স্টুডেন্ট ভিসা 2025 (যোগ্যতা, প্রসেসিং, খরচ)
বাংলাদেশ থেকে অনেকে ইতালি স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চায়। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের কাছে ইতালি পড়াশোনার জন্য জনপ্রিয় গন্তব্য। স্টুডেন্ট ভিসায় ইউরোপের এই দেশে যাওয়ার আগে দেশটি সম্পর্কে জানতে হবে।
ইতালি প্রাচীন একটি দেশ। এই দেশে বিশ্ব বিখ্যাত অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। ইউরোপের এই দেশে গেলে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন কাজ করতে পারে। ইতালিতে কাজের বেতন অনেক বেশি হয়ে থাকে।
বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় ইউরোপের এই দেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং সম্পর্কে জানতে হবে। এছাড়া ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা ও খরচ সম্পর্কে জানতে হবে।
ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা
উচ্চ শিক্ষা অর্জনের জন্য ইতালি যেতে স্টুডেন্ট ভিসা প্রয়োজন। স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য ইতালি স্টুডেন্ট ভিসা যোগ্যতা থাকতে হবে। এই দেশের বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট ভিসা আছে।
সাধারণত উচ্চশিক্ষা অর্জনের জন্য শিক্ষার্থীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হয়। এই ভিসা আবেদন করতে শিক্ষার্থীদের ইতালির কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার পেতে হবে।
ইতালি স্টুডেন্ট ভিসার মেয়াদ সাধারণত ৫ বছর হয়ে থাকে। স্টুডেন্ট ভিসা আবেদন করতে যেসব কাগজপত্র প্রয়োজন:
- বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র
- একাডেমিক সার্টিফিকেট
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- রিকমেন্ডেশন লেটার
- আইইএলটিএস স্কোর
- পাসপোর্ট সাইজের ছবি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার
- ব্যাংক স্টেটমেন্ট
- স্বাস্থ্য বীমা
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- ডিজিটাল জন্ম নিবন্ধন
ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার নিয়ম
শিক্ষার্থীরা চাইলে ইতালি স্টুডেন্ট ভিসা নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে প্রসেসিং করতে পারে। এজন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ইতালি স্টুডেন্ট ভিসা আবেদন করতে হয়।
ইতালি স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য বাংলাদেশে অবস্থিত ইতালি এম্বাসিতে যোগাযোগ করতে হয়। এম্বাসিতে আবেদন জমা দেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে হয়। ভিসা আবেদন প্রক্রিয়া ও কাগজপত্র সঠিক থাকলে স্টুডেন্ট ভিসার অনুমোদন পেয়ে যাবেন।
শিক্ষার্থীরা চাইলে অল্প খরচে বিশ্বস্ত এজেন্সির কাছ থেকে ভিসা কনসালটেন্সি সার্ভিস নিতে পারে। অভিজ্ঞ কোন ব্যক্তি থাকলে তাকে দিয়ে ইতালি স্টুডেন্ট প্রসেসিং করতে পারেন।
ইতালি স্টুডেন্ট ভিসা খরচ 2025
ইতালি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত একটি উন্নত দেশ। ইউরোপের এই দেশে পড়াশোনা করতে আগ্রহী শিক্ষার্থীদের ইতালি স্টুডেন্ট ভিসা খরচ সম্পর্কে ধারণা রাখতে হবে। এটি বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য জনপ্রিয় একটি গন্তব্য।
বর্তমান ইতালি স্টুডেন্ট ভিসা খরচ প্রায় ৩ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা হয়ে থাকে। বাংলাদেশ থেকে ইউরোপের এই দেশে অল্প খরচে যেতে পারবেন যদি নিজে নিজে ইতালি স্টুডেন্ট ভিসা প্রসেসিং করেন।
এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে ইতালি স্টুডেন্ট ভিসা খরচ বেশি হয়ে থাকে। ইতালি স্টুডেন্ট ভিসার অফিসিয়াল খরচ খুবই কম হয়ে থাকে। শিক্ষার্থী যদি স্কলারশিপ পেয়ে থাকে তবে অল্প খরচে স্বপ্নের এই দেশে পড়াশোনা করতে পারবে।
FAQs
বাংলাদেশ টু ইতালি বিমান ভাড়া কত?
বাংলাদেশ টু ইতালি বিমান ভাড়া প্রায় ৬০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা হয়ে থাকে।
বাংলাদেশ থেকে ইতালি যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে বিমানে করে ইতালি যেতে প্রায় ১৫ ঘন্টা থেকে ১৮ ঘন্টা সময় লাগে।
ইতালি স্টুডেন্ট ভিসা আবেদন ফি কত?
ইতালি স্টুডেন্ট ভিসা আবেদন ফি প্রায় ৩০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা হয়ে থাকে।
শিক্ষার্থীদের ইতালি যেতে কত টাকার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন হয়?
শিক্ষার্থীদের একাডেমিক ইয়ারের প্রতি মাসের জন্য ৪৬৭ ইউরো।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য

SSC সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে নাকি
না।
জিপিএ ৩.৭৫ দিয় আবেদন করা যাবে কি
Yes
Ekta valo trustful agencyr website share korle ajibon upokrito thaktam …
VFS Global
HSC GPA 4.75 আবেদন করা যাবে কি
Yes
hsc -GPA-3 point hobe?
এসএসসি সার্টিফিকেট দিয়ে হবে না বয়স ১৮
না।
৩ থেকে ৫ লাক টাকা লাগবে এটা ছাড়াও ইতালি যাবার জন্য কি ব্যাংক এ ৪৬৭ ইউরো দেখাতে হবে? এবং
২. শিক্ষার্থীদের একাডেমিক ইয়ারের প্রতি মাসের জন্য ৪৬৭ ইউরো? এই কথাটা একটু বুঝিয়ে বলবেন কি?
জি।
বাবা মার ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট কি জমা দিতে হয়, দিলেও কয় বছরের এবং এ বছরে কত টাকা ইনকাম দেখাতে হয়
সর্বশেষ ৬ মাসের বা ১ বছরের। এজেন্সির সাথে যোগাযোগ করুন।
আমি মাস্টার্স শেষ করেছি ২০১৭ সালে। আমি কি এখন আবেদন করতে পারবো?
Contact with a trusted agency.