ইতালির টাকার মান কত ২০২৫ (আজকের রেট)
বিশ্বজুড়ে অর্থনীতির চাকা ঘোরে এক দেশ থেকে আরেক দেশে অর্থ প্রবাহের মাধ্যমে। উন্নত জীবনের স্বপ্ন ও পরিবারের সচ্ছলতা নিশ্চিত করতে হাজার হাজার বাংলাদেশি পাড়ি জমিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। এটি ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তি।
বাংলাদেশ থেকে যারা ইতালিতে গিয়েছেন, তারা কঠোর পরিশ্রম করে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে থাকে। তবে টাকা পাঠানোর ক্ষেত্রে একটি সাধারণ প্রশ্ন প্রায়ই তাদের মনে আসে যে ইতালির টাকার মান কত? এটি প্রবাসীদের নিকট গুরুত্বপূর্ণ প্রশ্ন।
একটি দেশের মুদ্রার মান শুধু কাগজের নোটের সংখ্যা নয়। বরং এটি ঐ দেশের অর্থনৈতিক শক্তি, বাণিজ্যিক অবস্থান ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিচ্ছবি। ইতালির ইউরো এবং বাংলাদেশের টাকার বিনিময় হারের তারতম্য অনেক বেশি হয়ে থাকে। চলুন, ইতালির টাকার মান কত বিস্তারিত সঠিক তথ্য জেনে নেই।
ইতালির টাকার মান কত ২০২৫
ইতালির মুদ্রার ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০০২ সালের আগে ইতালির নিজস্ব মুদ্রা ছিল ‘লিরা’। তবে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সমন্বয়ের অংশ হিসেবে ২০০২ সালে ইতালি ইউরো মুদ্রা গ্রহণ করে। বর্তমানে ইউরো (EUR) ইতালির সরকারি মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমান ইতালির ১ ইউরো সমান বাংলাদেশের প্রায় ১৪৩ টাকা। ইতালির টাকার মান প্রতিনিয়ত বিভিন্ন কারণে উঠানামা করে থাকে। এজন্য প্রতিদিন ইতালির টাকার মান কত সর্বশেষ আপডেট জানতে হবে।
ইতালি টাকার রেট কত ২০২৫
ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা এখন অনেক বেশি। তাদের কষ্টের উপার্জিত অর্থ প্রতি মাসে দেশে পাঠানো একটা দৈনন্দিন কাজ। কিন্তু যখন বিদেশ থেকে টাকা পাঠানো হয়, তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে ইতালির টাকার রেট কত?
এই প্রশ্নের সঠিক উত্তর জানাটা প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ইতালির টাকার রেটের ছোটখাটো পার্থক্যও তাদের কষ্টার্জিত অর্থের পরিমাণে প্রভাব ফেলতে পারে। আজকের রেট অনুযায়ী, ইতালির ১ ইউরো সমান বাংলাদেশি প্রায় ১৪৩ টাকা।
ইতালির ১ টাকা বাংলাদেশের কত টাকা?
ইতালিতে বসবাসরত প্রবাসীদের মনে বিদেশ থেকে টাকা পাঠানোর পূর্বে সবসময় একটি সাধারণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে ইতালির ১ টাকা বাংলাদেশের কত টাকা? ইতালির মুদ্রা হলো ইউরো (EUR) যা আন্তর্জাতিক লেনদেনের অন্যতম প্রধান মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
বর্তমানে ইতালির ১ টাকা বাংলাদেশের প্রায় ১৪৩ টাকা। বিদেশে গিয়ে অধিকাংশ প্রবাসী উক্ত দেশের মুদ্রাকে টাকা বলে অভিহিত করে থাকে। এখানেও টাকা বলতে ইউরোকে বোঝানো হয়।
FAQs
ইতালির মুদ্রার নাম কী?
উত্তর: ইউরো।
ইতালির ১ ইউরো বাংলাদেশের কত টাকা 2025
উত্তর: ১৪৩ টাকা।
ইতালির ৫০ টাকা বাংলাদেশের কত?
ইতালির ৫০ টাকা বাংলাদেশের প্রায় ৭,১৫১ টাকা।
ইতালির ১০০ টাকা বাংলাদেশের কত?
ইতালির ১০০ টাকা বাংলাদেশের প্রায় ১৪,৩০৬ টাকা।
ইতালির ১০০০ টাকা বাংলাদেশের কত?
ইতালির ১০০০ টাকা বাংলাদেশের প্রায় ১,৪৩,০৬০ টাকা।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য

বাংলাদেশ থেকে তুর্কির কাজের ভিসা কি ১০০% হয় ভাই। দয়া করে জানাবেন।
জি।
গ্রিক সাইপ্রাস এর ওয়ার্ভিক পারমিট ভিসা কতোদিনে পাওয়া যায়????
সঠিকভাবে বলা সম্ভব না।
সরকার অনুমোদিত কোন এম্বাসি থাকলে একটু ঠিকানা দিলে ভালো হতো আর ভালো এজেন্সির ঠিকানা বা তথ্য দিলে ভালো হতো। বিশ্বস্ত এজেন্সি থাকলে ভালো হয় ইউরোপে যাওয়ার জন্য
বোয়েসেল
অষ্টলিয়ায় এজেন্সি এর মাধ্যমে আবেদন করলে আবেদন এর সময় কি কনো ইমেইল পাবো
Ji
I want to go to Italy.
আমি তো ইতালি যেতে চাই কি ভাবে যাবো স্যার একটু বলেন না।
পরিচিত যারা ইউরোপে আছে তাদের সাহায্য নিন। অথবা বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে হবে।