ইউরোপের কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ ২০২৫
বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যেতে চায়। কিন্তু এদের বেশিরভাগ শিক্ষার্থী জানে না ইউরোপের কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ।
বেশিরভাগ শিক্ষার্থী বাংলাদেশ থেকে ইউরোপে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যায়। এজন্য ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়ার সহজ জানতে হবে।
বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে যেতে আগ্রহীদের অবশ্যই ইউরোপের কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ জানতে হবে।
ইউরোপের কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ?
ইউরোপ মহাদেশে প্রায় ৫০টি দেশ রয়েছে। ইউরোপের কিছু দেশের স্টুডেন্ট ভিসা পলিসি তুলনামূলক সহজ হয়ে থাকে। স্টুডেন্ট ভিসা নিয়ে ইউরোপে যেতে আগ্রহীদের সেনজেনভুক্ত বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করতে হবে।
- লিথুনিয়া: ইউরোপের সেনজেনভুক্ত এই দেশের স্টুডেন্ট ভিসা পাওয়ার তুলনামূলক সহজ। এই দেশের স্টুডেন্ট ভিসার খরচও কম।
- হাঙ্গেরি: বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য হলো ইউরোপের দেশ হাঙ্গেরি। বাংলাদেশ থেকে অল্প খরচে সহজে এই দেশের স্টুডেন্ট ভিসা পেতে পারেন।
- পর্তুগাল: পর্তুগালের স্টুডেন্ট ভিসা ও নাগরিকত্ব পাওয়া তুলনামূলক অনেক সহজ হয়ে থাকে। আইইএলটিএস স্কোর ৫.৫ হলেই পর্তুগাল স্টুডেন্ট ভিসা আবেদন করতে পারবেন।
- ইতালি: যেসব শিক্ষার্থীদের একাডেমিক রেজাল্ট ভালো তারা ইতালি স্টুডেন্ট ভিসা সহজে পেতে পারে। এক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীদের ইংরেজি কিংবা ইতালীয় ভাষায় দক্ষতা হতে হবে।
- নেদারল্যান্ডস: নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসা সহজে পাওয়া যায়। এই দেশের স্টুডেন্ট ভিসার সাকসেস রেট অনেক বেশি হয়ে থাকে। শিক্ষার্থীদের আইইএলটিএস স্কোর ৬.৫ বা তার বেশি হলে সহজেই স্টুডেন্ট ভিসা পেয়ে যায়।
ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ?
বেশিরভাগ শিক্ষার্থী ইউরোপে পড়াশোনার উদ্দেশ্যে গিয়ে স্থায়ী হওয়ার চেষ্টা করে থাকে। এজন্য ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ ধারণা রাখতে হবে।
ইউরোপের দেশ পর্তুগালের নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ হয়ে থাকে। স্টুডেন্ট ভিসায় ইউরোপের এই দেশে গেলে সহজে নাগরিকত্ব পেতে পারেন।
এছাড়া ইউরোপের দেশ আয়ারল্যান্ড, জার্মানি, ইতালি, গ্রিস, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস, ফ্রান্স ইত্যাদি দেশের নাগরিকত্ব পাওয়া তুলনামূলক সহজ হয়ে থাকে।
বাংলাদেশ থেকে ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় ২০২৫
বাংলাদেশ থেকে সরাসরি ইউরোপের সবগুলো দেশে যেতে পারবেন না। কারণ অধিকাংশ দেশের এম্বাসি বাংলাদেশে নেই। তবে প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা প্রসেসিং করলে ইউরোপের প্রায় প্রতিটি দেশেই যেতে পারবেন।
বর্তমান বাংলাদেশ থেকে ইউরোপের পর্তুগাল, নেদারল্যান্ডস, ইতালি, গ্রিস, আলবেনিয়া, মাল্টা, ফ্রান্স, হাঙ্গেরি, ফিনল্যান্ড, বুলগেরিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, ডেনমার্ক, আয়ারল্যান্ড, সুইডেন, মন্টিনিগ্রো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, রোমানিয়া, জার্মানি, সাইপ্রাস, সার্বিয়া, কসোভো প্রভৃতি দেশে যেতে পারবেন।
ইউরোপের কোন কোন দেশের এম্বাসি বাংলাদেশে আছে?
বর্তমান ইউরোপের হাঙ্গেরি, ভ্যাটিকান সিটি, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, ইতালি, কসোভো, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, নরওয়ে, নেদারল্যান্ডস ইত্যাদি দেশের এম্বাসি বাংলাদেশে আছে।