সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় ২০২৫ (সবকিছু বিস্তারিত)
ভাগ্য পরিবর্তনের আশায় অনেকে বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে সরকারিভাবে যেতে চায়। এজন্য সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে হয়।সরকারিভাবে ইউরোপে যেতে ভিসা খরচ কম হয়ে থাকে।
ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে। বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে সরকারিভাবে ইউরোপে যেতে আগ্রহীদের সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় জানতে হবে।
এছাড়া ইউরোপের কোন দেশের ভিসা চালু আছে, কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়, কোন দেশের ভিসা পাওয়ার সহজ ইত্যাদি সম্পর্কে জানতে হবে।
সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে অনেকে বেসরকারিভাবে ইউরোপের বিভিন্ন দেশে জীবিকার উদ্দেশ্যে যাচ্ছে। এদের বেশিরভাগই সরকারিভাবে ইউরোপ যাওয়ার উপায় জানে না।
অনেকে অবৈধভাবে ইউরোপের বিভিন্ন দেশে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছে। অবৈধভাবে ইউরোপে যাত্রা করলে পথিমধ্যে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়।
বাংলাদেশ থেকে ইউরোপে সরকারিভাবে শুধু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাওয়া যায়। স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চাইলে নিজে নিজে ভিসা প্রসেসিং করতে হবে।
বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বোয়েসেল, বিএমইটি ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে সরকারিভাবে ইউরোপে যেতে পারবেন। বৈধ জব অফার লেটার থাকলে কাজের ভিসা নিয়ে ইউরোপে যেকোনো দেশে যেতে পারবেন।
স্টুডেন্ট ভিসায় ইউরোপে যেতে ভিসা আবেদনকারীদের ইউরোপের যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার, ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতার প্রমাণ প্রয়োজন হয়।
ইউরোপ যেতে কি কি লাগে?
বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে যেতে গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র লাগে। ভিসা ক্যাটাগরি ও দেশ অনুযায়ী ভিসা আবেদনের জন্য ভিন্ন কাগজপত্র লাগতে পারে। ইউরোপ যেতে যেসব কাগজপত্র প্রয়োজন হয়:
- বৈধ পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- বৈধ জব অফার লেটার
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার
- ভ্রমণের রেকর্ড
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- ভোটার আইডি কার্ড
- স্কিল সার্টিফিকেট
- আর্থিক সক্ষমতার প্রমাণ
- একাডেমিক সার্টিফিকেট
- একাডেমিক ট্রান্সক্রিপ্ট
- ভাষা দক্ষতার সার্টিফিকেট
- রিকমেন্ডেশন লেটার
- জন্ম নিবন্ধন
ইউরোপের কোন কোন দেশের ভিসা চালু আছে ২০২৫
ইউরোপ মহাদেশের ৫০টি দেশের মধ্যে ২৯টি সেনজেনভুক্ত দেশ রয়েছে। ইউরোপের অল্প কিছু দেশের এম্বাসি বাংলাদেশে রয়েছে। ইউরোপের সবগুলো দেশে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যায় না। কিছু দেশের ভিসা ভারতে গিয়ে প্রসেসিং করতে হয়।
বর্তমান ইউরোপের স্লোভাকিয়া, সার্বিয়া, সান মেরিনো, রোমানিয়া, পর্তুগাল, পোল্যান্ড, নরওয়ে, উত্তর মেসিডোনিয়া, নেদারল্যান্ড, মন্টিনিগ্রো, মাল্টা, মোনাকো, লুক্সেমবার্গ, ইতালি, গ্রিস, জার্মানি, আয়ারল্যান্ড, আইসল্যান্ড, বুলগেরিয়া, বেলজিয়াম, অস্ট্রিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, আলবেনিয়া, সাইপ্রাস, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন প্রভৃতি দেশে যাওয়া যায়।
কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায়?
বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার ভিসা খরচ সাধারণত বেশি হয়ে থাকে। এজন্য অনেকে ইন্টারনেটে কম খরচে ইউরোপের কোন দেশে যাওয়া যায় লিখে সার্চ করে থাকে।
বর্তমান কম খরচে ইউরোপের রোমানিয়া, ফ্রান্স, মাল্টা, পর্তুগাল, নেদারল্যান্ড, পোল্যান্ড, সাইপ্রাস, বুলগেরিয়া, গ্রিস ইত্যাদি দেশে যেতে পারবেন।
ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ?
ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপের কোন দেশের ভিসা পাওয়া সহজ জানা উচিত। তাহলে ইউরোপে বসবাসের স্বপ্ন সহজে বাস্তবায়ন করতে পারবেন। সেনজেন দেশে যেতে পারলে প্রায় ২৯টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।
বর্তমানে ইউরোপের ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, লিথুনিয়া, লাতভিয়া, স্লোভাকিয়া প্রভৃতি দেশের ভিসা পাওয়া তুলনামূলক সহজ। এসব দেশে স্টুডেন্ট, টুরিস্ট ও ওয়ার্ক ভিসা নিয়ে সহজে যেতে পারবেন।
FAQs
ইউরোপের কোন দেশে যাওয়া সবচেয়ে সহজ?
ইউরোপের লিথুনিয়া দেশে যাওয়া সবচেয়ে সহজ।
ইউরোপের কোন কোন দেশের এম্বাসি বাংলাদেশে আছে?
ইউরোপের ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, সুইডেন, স্পেন, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে, সুইজারল্যান্ড প্রভৃতি দেশের এম্বাসি বাংলাদেশে আছে।
IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?
IELTS ছাড়া ইউরোপের জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, লাটভিয়া, হাঙ্গেরি, এস্তোনিয়া প্রভৃতি দেশে যাওয়া যায়।
ইউরোপের কোন দেশে ফ্রি পড়া যায়?
ইউরোপের দেশ জার্মানিতে ফ্রি পড়ালেখা করা যায়।
ইউরোপের কোন দেশ ভালো?
ইউরোপের ফ্রান্স সবচেয়ে ভালো দেশ।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য

খরচ কত পরে ?
দেশভেদে খরচ ভিন্ন হয়ে থাকে।
I’m interested cenjen eni scanty
সরকারিভাবে যেতে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে হবে। আর বেসরকারিভাবে যেতে এজেন্সির মাধ্যমে যেতে পারেন।
কিভাবে আবেদন করতে হবে?
সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন।
আমি একজন বাংলাদেশী নাগরিক
ইউরোপের যেকোনো একটি দেশে অতি তাড়াতাড়ি আমি যেতে চাই জব ভিসা
Bangladesh
ফ্রান্স যেতে খরচ কেমন হবে সরকারি ও বেসরকারি
সরকারিভাবে যেতে পারবেন না।
দুবাইয়ের টুরিস্ট ভিসা কখন চালু হবে?
ইউরোপের স্পেন যেতে কেমন কি লাগবে
স্পেনে যেতে ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ইনভেস্টর ভিসা, বা বিজনেস ভিসা নিতে পারেন। ৫ বছর থাকলে স্থায়ী বসবাস, আর ১০ বছর পর নাগরিকত্বের সুযোগ আছে। স্পন্সরড জব বা বড় বিনিয়োগ সহজ উপায়।
আমি যেতে ইচ্ছুক
কাজের ভিসা যেতে কতো টাকা খরচ করে হবে
১০-১৫ লাখ।
স্যার স্পেন যেতে কত টাকা খরচ হবে। কার সাথে যোগাযোগ করব। কোন কন্টাক্ট নাম্বার দিবেন প্লিজ। আমার যাওয়ার খুব ইচ্ছা। ধন্যবাদ স্যার। সৌদি আরব ছিলাম স্যার ছয় বছর। ইনভার্সাল কল্ড স্টোর দাম্মাম হেড অফিস। ক্যাশ সেকশন জব করেছি। শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স কমপ্লিট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।
আপনি যেহেতু শিক্ষিত লোক সেহেতু আপনার কাছে তবে youtube এ বিভিন্ন ভিডিও দেখে সচেতন হওয়া। স্পেন যেতে কি কি করতে হয় সেগুলো ভালোভাবে জানে। যারা স্পেনে রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। আপনার বিশ্ববিদ্যালয়ের গ্রুপে পোস্ট করে জানতে পারেন। আপনার যোগ্যতা ও দক্ষতা থাকলে স্পেনের সার্কুলার দেখে আর আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক এজেন্সি কাজ করে থাকে। এ ধরনের ভিসা প্রতারণা হয়ে থাকে।
খরচ কত হবে
ডেনমার্ক যেতে চাই কিন্তু কিভাবে যেতে পারবো যদি একটু হেল্প প্লিজ।
বেসরকারি বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করুন।
ইউরোপে যাওয়ার জন্য আবেদন করব কিভাবে
এজেন্সির মাধ্যমে অথবা বোয়েসেল এর মাধ্যমে
আমি কিসি কাজ গারির কাজ কাট পেনডার এর কাজ আরো অনেক কাজ জানি
Azerbaijan visha ase
ইউরোপে যাব
এজেন্সির সাথে যোগাযোগ করুন।
Europe Jete kiki kagbe koto taka lagbe
Bangladesh
Ghosnagor.potnitola.naogaon
আমি রোমানিয়া যেতে চাই
I need work visa .
সার আসসালামু আলাইকুম সার আমি একটা অসহায় ছেলে সার আমার অনেক কষ্টে আছি অনেক দিন ধরে বিদেশ জাবার জন্য চেয়েছি কিন্তু টাকা জন্য যেতে পারি না সার সরকারি ভাবে যদি কোনো শুযুক থাকে সার আমাকে একটু দয়া করেন সার । আমার নাম সাইফুল ইসলাম সার মোবাইল নম্বর 01812914503
পাসপোর্ট নং AO4827702
আইডি নং1314535938450
ডেনমার্ক যেতে চাই কিন্তু কিভাবে যেতে পারবো যদি একটু হেল্প প্লিজ।
নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে।
আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার স্পেন যেতে কত টাকা লাগবে আর কোনো ওপার আছে কি
I want to go Europe country by g to g
সরকারিভাবে ইউরোপ যেতে চাইলে অবশ্যই বোয়েসেলের ওয়েবসাইটে নজর রাখতে হবে। ইউরোপের বিভিন্ন দেশের সার্কুলার চালু হলে সেখানে পাবলিশ করা হয়, সেখান থেকে আবেদন করতে হবে। এছাড়া সরকারিভাবে ইউরোপ যাওয়ার কোন সুযোগ নেই। আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দেয়ার চেষ্টা করে থাকি।
আমার জন্ম তারিখ ২৫/জানুয়ারি /৭৮ ইং
আমার জন্য কোন দেশ ইউরোপে খোলা আছে। এর আগে আমি তিনবার বিদেশ গিয়েছি।ভালো ইউরোপিয়ান কাজের সুযোগ সুবিধা থাকলে আবার যাব।
কি ভাবে সহজেই সরকারীভাবে বিদেশ যাওয়ার নিয়মাদি।
আছে নিয়ম
লিথুনিয়া যেতে আমি আগ্রহী বাংলাদেশি এমন কোন বিশ্বস্ত এজেন্সি বা সাইড আছে সেখান থেকে আমি নিজে নিজে আবেদন করতে পারব
অভিজ্ঞদের পরামর্শ নিন।
আমার জন্য কোন দেশ ইউরোপে খোলা আছে। এর আগে আমি দিইবার বিদেশ গিয়েছি।ভালো ইউরোপিয়ান কাজের সুযোগ সুবিধা থাকলে আবার যাব।