সার্বিয়া বেতন কত ২০২৫
ইউরোপের নিম্ন আয়ের দেশ সার্বিয়া। বাংলাদেশ থেকে অনেকে কাজের ভিসা নিয়ে ইউরোপের এই দেশে যেতে চায়। এই দেশে যেতে আগ্রহীদের সার্বিয়া বেতন কত ধারণা রাখতে হবে।
সার্বিয়া ইউরোপের নন-সেনজেন দেশ যেটি এখনো ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভ করতে পারেনি। উন্নয়নশীল দেশ হওয়া সত্বেও ইউরোপের এই দেশে বেকারত্বের হার অনেক কম।
বাংলাদেশ থেকে কাজের ভিসা নিয়ে ইউরোপের এই উন্নয়নশীল দেশে যেতে আগ্রহীদের সার্বিয়া বেতন কত হয় জানতে হবে। এছাড়া সার্বিয়াতে কোন কাজের চাহিদা ও বেতন বেশি রয়েছে জানতে হবে।
সার্বিয়া বেতন কত?
সাধারণত কাজের বেতন কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে। বর্তমান সার্বিয়া কাজের গড় বেতন প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।
বর্তমান সার্বিয়া কাজের বেতন প্রায় ৬৫ হাজার টাকা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা থেকে থাকে। এই দেশে যেতে আগ্রহীদের উচিত হবে সার্বিয়ান কোন প্রবাসীদের কাছ থেকে সার্বিয়া বেতন কত হয় জানা।
কাজের ক্যাটাগরি | মাসিক বেতন (টাকা) |
---|---|
ওয়েটার | ৭০,০০০-১,০০,০০০ |
ডেলিভারি ম্যান | ৯০,০০০-১,৩০,০০০ |
ড্রাইভিং | ৮০,০০০-১,২০,০০০ |
কনস্ট্রাকশন | ৬৫,০০০-১,০০,০০০ |
ইলেকট্রিশিয়ান | ৬৫,০০০-১,০০,০০০ |
প্লাম্বার | ৬৫,০০০-১,০০,০০০ |
কৃষি শ্রমিক | ৭০,০০০-৮০,০০০ |
অটোমোবাইল সার্ভিস | ৮০,০০০-১,৫০,০০০ |
সার্বিয়া সর্বনিম্ন বেতন কত?
সার্বিয়া সরকার শ্রমিকদের কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত করে দিয়েছে। বর্তমান সার্বিয়া সর্বনিম্ন বেতন প্রায় ৭০ হাজার টাকা। যেকোনো কাজের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হবে।
ইউরোপের এই দেশে ওভারটাইম কাজ করলে অতিরিক্ত মজুরি পাবেন। এই দেশে শ্রমিকদের সাধারণত প্রতি সপ্তাহে ৪০ ঘন্টা বেসিক ডিউটি থাকে। দৈনিক ডিউটি থেকে ৮ ঘন্টা।
সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি?
সার্বিয়া ইউরোপের উন্নয়নশীল দেশ। এই দেশের অর্থনীতি মূলত কৃষি, তথ্যপ্রযুক্তি ও সেবা খাতের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।
বর্তমান সার্বিয়াতে ড্রাইভার, ক্লিনার, মেশিন অপারেটর, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, হোটেল ও রেস্টুরেন্ট কর্মী, কনস্ট্রাকশন শ্রমিক ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে।
সার্বিয়া কোন কাজের বেতন বেশি?
কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে এই দেশের কাজের বেতন বেশি পাবেন। বর্তমান সার্বিয়াতে ডেলিভারি ম্যান, ওয়েটার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, অটোমোবাইল সার্ভিস, কনস্ট্রাকশন শ্রমিক ইত্যাদি কাজের বেতন বেশি হয়ে থাকে।
বাংলাদেশ থেকে কাজের ভিসা এই দেশে যাওয়ার আগে অবশ্যই চাহিদা ও বেতন বেশি রয়েছে এমন এক বা একাধিক কাজের উপর দক্ষতা অর্জন করে যাবেন। কাজের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকলে শ্রমিকদের চাহিদা ও বেতন কম হয়ে থাকে।
FAQs
সার্বিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায়?
সার্বিয়া থেকে ফ্রান্স, ইতালি, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ইত্যাদি দেশে সহজে যাওয়া যায়।
বাংলাদেশ থেকে সার্বিয়া দূরত্ব কত কিলোমিটার?
বাংলাদেশ থেকে সার্বিয়ার দূরত্ব প্রায় ৬,৫৮৪ কিলোমিটার।
সার্বিয়ার মুদ্রার নাম কী?
সার্বিয়ার মুদ্রার নাম হলো সার্বিয়ান দিনার।
সার্বিয়া ১ দিনার বাংলাদেশের কত টাকা?
সার্বিয়া ১ দিনার সমান বাংলাদেশের ১.০৭ টাকা।
সার্বিয়া কি সেনজেন ভুক্ত দেশ?
না, সার্বিয়া সেনজেনভুক্ত দেশ নয়।