Similar Posts

44 Comments

        1. সরকারিভাবে যেতে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে হবে। আর বেসরকারিভাবে যেতে এজেন্সির মাধ্যমে যেতে পারেন।

          1. সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করতে পারবেন।

      1. আমি একজন বাংলাদেশী নাগরিক
        ইউরোপের যেকোনো একটি দেশে অতি তাড়াতাড়ি আমি যেতে চাই জব ভিসা

    1. স্পেনে যেতে ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, ইনভেস্টর ভিসা, বা বিজনেস ভিসা নিতে পারেন। ৫ বছর থাকলে স্থায়ী বসবাস, আর ১০ বছর পর নাগরিকত্বের সুযোগ আছে। স্পন্সরড জব বা বড় বিনিয়োগ সহজ উপায়।

        1. কাজের ভিসা যেতে কতো টাকা খরচ করে হবে

      1. স্যার স্পেন যেতে কত টাকা খরচ হবে। কার সাথে যোগাযোগ করব। কোন কন্টাক্ট নাম্বার দিবেন প্লিজ। আমার যাওয়ার খুব ইচ্ছা। ধন্যবাদ স্যার। সৌদি আরব ছিলাম স্যার ছয় বছর। ইনভার্সাল কল্ড স্টোর দাম্মাম হেড অফিস। ক্যাশ সেকশন জব করেছি। শিক্ষকতা যোগ্যতা মাস্টার্স কমপ্লিট। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।

        1. আপনি যেহেতু শিক্ষিত লোক সেহেতু আপনার কাছে তবে youtube এ বিভিন্ন ভিডিও দেখে সচেতন হওয়া। স্পেন যেতে কি কি করতে হয় সেগুলো ভালোভাবে জানে। যারা স্পেনে রয়েছে তাদের কাছ থেকে তথ্য নিতে পারেন। আপনার বিশ্ববিদ্যালয়ের গ্রুপে পোস্ট করে জানতে পারেন। আপনার যোগ্যতা ও দক্ষতা থাকলে স্পেনের সার্কুলার দেখে আর আবেদন করতে পারেন। স্টুডেন্ট ভিসা নিয়ে অনেক এজেন্সি কাজ করে থাকে। এ ধরনের ভিসা প্রতারণা হয়ে থাকে।

  1. ডেনমার্ক যেতে চাই কিন্তু কিভাবে যেতে পারবো যদি একটু হেল্প প্লিজ।

  2. সার আসসালামু আলাইকুম সার আমি একটা অসহায় ছেলে সার আমার অনেক কষ্টে আছি অনেক দিন ধরে বিদেশ জাবার জন্য চেয়েছি কিন্তু টাকা জন্য যেতে পারি না সার সরকারি ভাবে যদি কোনো শুযুক থাকে সার আমাকে একটু দয়া করেন সার । আমার নাম সাইফুল ইসলাম সার মোবাইল নম্বর 01812914503
    পাসপোর্ট নং AO4827702
    আইডি নং1314535938450

  3. ডেনমার্ক যেতে চাই কিন্তু কিভাবে যেতে পারবো যদি একটু হেল্প প্লিজ।

    1. নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে।

  4. আসসালামু আলাইকুম কেমন আছেন স্যার স্পেন যেতে কত টাকা লাগবে আর কোনো ওপার আছে কি

    1. সরকারিভাবে ইউরোপ যেতে চাইলে অবশ্যই বোয়েসেলের ওয়েবসাইটে নজর রাখতে হবে। ইউরোপের বিভিন্ন দেশের সার্কুলার চালু হলে সেখানে পাবলিশ করা হয়, সেখান থেকে আবেদন করতে হবে। এছাড়া সরকারিভাবে ইউরোপ যাওয়ার কোন সুযোগ নেই। আপনি চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দেয়ার চেষ্টা করে থাকি।

  5. আমার জন্ম তারিখ ২৫/জানুয়ারি /৭৮ ইং
    আমার জন্য কোন দেশ ইউরোপে খোলা আছে। এর আগে আমি তিনবার বিদেশ গিয়েছি।ভালো ইউরোপিয়ান কাজের সুযোগ সুবিধা থাকলে আবার যাব।

  6. কি ভাবে সহজেই সরকারীভাবে বিদেশ যাওয়ার নিয়মাদি।

  7. লিথুনিয়া যেতে আমি আগ্রহী বাংলাদেশি এমন কোন বিশ্বস্ত এজেন্সি বা সাইড আছে সেখান থেকে আমি নিজে নিজে আবেদন করতে পারব

  8. আমার জন্য কোন দেশ ইউরোপে খোলা আছে। এর আগে আমি দিইবার বিদেশ গিয়েছি।ভালো ইউরোপিয়ান কাজের সুযোগ সুবিধা থাকলে আবার যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *