ইতালি ভিসা আবেদন লিংক ও ফরম 2025 (সবকিছু বিস্তারিত)
ইতালিতে পা রাখার স্বপ্ন অনেকের মনে দোলা দেয়। ইতিহাস, শিল্প-সংস্কৃতি এবং অর্থনৈতিক অগ্রগতির এই দেশটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং কাজ, পড়াশোনা ও উন্নত চিকিৎসার খোঁজে আগ্রহীদের কাছেও অত্যন্ত জনপ্রিয়।
তবে এই স্বপ্নপূরণে প্রথম ও অপরিহার্য ধাপ হলো সঠিক প্রক্রিয়ায় ভিসা আবেদন। প্রাচীনতম এই ইউরোপীয় রাষ্ট্রে বৈধভাবে প্রবেশ করতে হলে অবশ্যই একটি বৈধ ভিসার প্রয়োজন।
সরকারি কিংবা বেসরকারি যেকোনো মাধ্যমেই হোক না কেন, ভিসা ছাড়া ইতালিতে প্রবেশ সম্ভব নয়। তাই যদি আপনি পড়াশোনা, কাজ, ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য ইতালি যেতে আগ্রহীদের ইতালি ভিসা আবেদন ফরম ও লিংক সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
ইতালি ভিসা আবেদন ফরম 2025
ইতালি ভিসার জন্য আবেদন প্রক্রিয়া শুরু করতে হলে প্রথমে আপনাকে ইতালি ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এই ফরমটি আপনি সহজেই ইতালির সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের জন্য ফোন বা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে “Italy visa application form” সার্চ করুন। সার্চের ফলাফল হিসেবে প্রথমেই আপনি একটি পিডিএফ ফরম্যাটে আবেদন ফরম দেখতে পাবেন। উক্ত ক্লিক করলেই ফরমটি স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে।
ইতালি ভিসা আবেদন করার নিয়ম
ইতালি ভিসার জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা যায়। তবে সঠিকভাবে আবেদন করতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে আপনাকে ইতালি ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখান থেকে ভিসার ক্যাটাগরি নির্বাচন করতে হবে এবং “কিভাবে আবেদন করতে হয়” অপশনে ক্লিক করে নির্দেশাবলী অনুসরণ করতে হবে।
এটা নিশ্চিত করুন যে, আপনি প্রয়োজনীয় সব ডকুমেন্টস আগে থেকেই সংগ্রহ করে রেখেছেন। কারণ এসব কাগজপত্র ছাড়া আবেদন সম্পন্ন করা সম্ভব নয়। এরপর আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করে সাবমিট করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে আপলোড করুন।
সবশেষে আপনাকে ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে। আবেদন প্রক্রিয়া শেষ হলে ফরমটি ঢাকার গুলশানে ইতালি ভিসা অফিসে জমা করতে হবে। সঠিকভাবে প্রক্রিয়া অনুসরণ করলে ইতালি ভিসা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
ইতালি যেতে কি কি লাগে?
পৃথিবীর যে কোনো দেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট কাগজপত্র আবশ্যক হয় এবং এসব কাগজপত্র ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। তবে কিছু কাগজপত্র এমন থাকে যা সকল ধরনের ভিসার ক্ষেত্রে আবশ্যিক। আপনি যদি ইতালি ভিসার জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই নিম্নলিখিত কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে:
- বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- ইতালি ভিসা এপ্লিকেশন ফর্ম
- ভ্রমণ বীমা
- ব্যাংক স্টেটমেন্ট
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- স্কিল সার্টিফিকেট
- স্পন্সর নম্বর
- পুলিশ ক্লিয়ারেন্স
- ইতালি ভিসা আবেদন লিংক
- ভাষা দক্ষতার সার্টিফিকেট
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- মেডিকেল সার্টিফিকেট
ইতালি ভিসা আবেদন লিংক ২০২৫
ইতালি ভিসার জন্য আবেদন করতে গেলে অনেকেই সঠিক আবেদন লিংক খুঁজে পায় না। ফলে তাদের অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ করে থাকে। তবে ইতালি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভিসা আবেদন অনলাইনে জমা দিতে পারবেন।
ইতালি ভিসা আবেদন লিংকটি হলো: visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa
অনলাইনে অসংখ্য ভুয়া লিংক থাকায় সেগুলোর মাধ্যমে আপনার মূল্যবান তথ্য হারানোর ঝুঁকি থাকে। তাই সঠিক লিংকটি যাচাই করে নিশ্চিত হয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে।
আরও পড়ুন:

যেকোনো ধরনের তথ্য জানতে টেলিগ্রামে যুক্ত হতে পারেন। ২৪ ঘণ্টা বিভিন্ন দেশের ভিসা সম্পর্কে আপডেট পাবেন। ফ্রি ভিসা তথ্য ও সার্ভিস পেতে এখনই লিংকে ক্লিক করে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল যুক্ত হোন: বিডি ভিসা তথ্য

আমি গাড়ির কাজ জানি গাড়ি চালাতে ও জানি
আমি টাইসের কাজ জানি
I want to go to study. I will do a master’s degree আমি স্টুডেন্ট ভিসায় যেতে চাই
এজেন্সির মাধ্যমে যেতে পারেন। অথবা নিজে নিজে ভিসা প্রসেসিং করুন।
গাড়ি কাজ জানি
I am a skilled driver with 15 years of experience, I know the ins and outs of cars, I drive according to traffic laws, so I am interested in coming to Italy.
ভাই, ইতালি আবেদন করতে চাই
ইতালি ভিসা আবেদন করার সময় শেষ হয়ে গেছে।
আমি গাড়ি চালাতে পারি
আমি টাইসের কাজ জানি
আমি বর্তমানের সৌদি আরবে হসপিটাল এ কাজ করি রোগীদের সেবা করি ওষুধ খাবারদাবার এগুলা খাওয়ানোর কাজের অভিজ্ঞতা আমার আছে এই কাজের দক্ষতা আমার পুরোটাই নলেজে আছে
পরিচিত যারা ইউরোপে আছে তাদের সাহায্য নিন। অথবা বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে হবে।
আপনার পরিচিত এজেন্সির ace takle
bolen Ami Jabo
Na
আমি ফল বাগানে কাজে যেতে চাই
আমিও যেতে চাই,,,, আমার কাজে অনেক প্রয়োজন।
আমি ফল বাগানে কাজে যেতে চাই
i love italy
❤️❤️
আমি আবেদন করতে চাই
নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।
আমি যেতে চাই
আমি আবেদন করতে চাই
আমি ডুবাই তে গাড়ি ছালাই, আমি ইতালিতে ড্রাইবিং চাকরির জন্য আবেদন করতে চাই
সময় নাই।
আমি দোকানের কাজ জানি
আমি যেতে চাই
I want to work in packaging, restaurants and hotels.
আসসালামু আলাইকুম ইতালিতে না আবেদন করলাম
Ami student visay 2025 ar September intake dhorte prbo?
Italy Ami jete chai
বিশ্বস্ত এজেন্সির সাথে যোগাযোগ করুন।
Can anyone give me a Italy
work permit visa.
এজেন্সির সাথে যোগাযোগ করুন।
ভাই আমি সৌদি থাকি কি ভাবে ইতালি জায়া জায়
I want to talk something Italy visa.
আমি ইটালি যেতে চাই যেকোনো কাজের পেশা আমার অভিজ্ঞতা আছে টাইলস মেশিন প্লাস্টার ইলাস্টিকেশনের অভিজ্ঞতা আছে
পরিচিত যারা ইউরোপে আছে তাদের সাহায্য নিন। অথবা বিশ্বস্ত এজেন্সির শরণাপন্ন হতে হবে।
ইস্টুডেন্ট ভিসা জাবে ভাই আমি কি ভাবে আবেদেন করবে বলেন
আমি কাজের জন্য যেতে চাই
আমি ইটালি যেতে চাই ,,, যে কোনো কাজে৷,,,,, আমার একটা কাজের খুব দরকার
I am election four man.i am working, U A E, 7year
Work permit VISA
নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে।
I want to drive a car and I want a car visa in Italy.
নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করতে হবে।
প্রাইভেট কার চালাতের জানি অফ জ্ঞানী ড্রাইভার বাংলাদেশ
আমি কৃষি কাজ পারি
Vai ami mekani kaler wyagldar kaj jani
আমি ইলেকট্রিসিয়ান। বাংলাদেশের কট্রাকশন সাইডে কারেন্টের কাজ করি।আমি একাই বড় বড় সাইডের কারেন্টের কাজ করে থাকি।ইতালিতে কারেন্টের কাজে যেতে পারব নি।
পারবেন। নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।
আমি টেইলারিং। কাজ জানি
নিজে নিজে অথবা এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।
Sir i want italy job please help me. I am very poor man. Goad bless you.
Work designation ac maintenance oparator or cleaner,house boy caretiger,market showroom worker, pion post & indrestri helpes office asistence post. My education HSC pass & basic trade course 6 month Refrigaration,& Aircondition Dhaka polytecnical institute 1208 Bangladesh Goverment institute
আমি হোটেল এর কাজ পারি
আমি যেতে চাই,,,,
সরকারিভাবে যেতে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে হবে। আর বেসরকারিভাবে যেতে এজেন্সির মাধ্যমে যেতে পারেন।