জার্মানি যেতে কত টাকা লাগে ২০২৫
জার্মানি ইউরোপীয় ইউনিয়ন ও সেনজেনভুক্ত শিল্পোন্নত একটি দেশ। বাংলাদেশ থেকে অনেকে ইউরোপের এই দেশে যাওয়ার স্বপ্ন দেখে থাকে। জার্মানি যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে আগ্রহীদের অবশ্যই জার্মানি যেতে কত টাকা লাগে ধারণা রাখতে হয়।
জার্মানির বিভিন্ন সেক্টরে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে। কারণ এই দেশে প্রতি বছর শ্রমিক সংকট দেখা যায়। জার্মানিতে পড়াশোনার খরচ নেই। শিক্ষার্থীরা পার্টটাইম কাজ করতে পারে। সর্বনিম্ন প্রতি ঘন্টা কাজের বেতন বেশি হয়ে থাকে।
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার স্বপ্ন সহজে বাস্তবায়ন করতে চাইলে প্রথমে জার্মানি যেতে কত টাকা লাগে জানতে হয়। এছাড়া বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়, প্রয়োজনীয় কাগজপত্র ও বয়সসীমা সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার উপায়
বাংলাদেশ থেকে জার্মানি স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়া তুলনামূলক সহজ হয়ে থাকে। তবে স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের একাউন্টে ব্লক মানি হিসেবে জার্মানির কোন ব্যাংকে ন্যূনতম ১৬ লাখ টাকা জমানত রাখতে হবে।
বাংলাদেশ থেকে সরকারিভাবে কাজের ভিসা নিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। তবে বিভিন্ন বেসরকারি রিক্রুটিং এজেন্সির জার্মানি ভিসা আবেদন করতে পারবেন। নিজে নিজে ভিসা প্রসেসিং করার জন্য জার্মানির কোন কোম্পানির কাছ থেকে চাকরির অফার লেটার সংগ্রহ করতে হয়।
বাংলাদেশ থেকে জার্মানিতে বিজনেস ভিসা নিয়ে যাওয়ার জন্য আগ্রহীদের জার্মানিতে কমপক্ষে ১০ লাখ ইউরো ইনভেস্ট করতে হয়। তাছাড়া ১০ জন জার্মান নাগরিকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হয়। এছাড়া জব স্পিকার ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে জার্মানি যেতে পারবেন।
Read Also: জার্মানি সর্বনিম্ন বেতন কত
জার্মানি যেতে কি কি যোগ্যতা লাগে?
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তারপর ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ভিসা আবেদন করতে হয়। জার্মানি যেতে নিম্নে উল্লেখিত যোগ্যতা থাকতে হবে:
- ইংরেজি অথবা জার্মান ভাষা দক্ষতা (IELTS অথবা TOEFL স্কোর)
- আর্থিক সচ্ছলতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, স্পনসরশিপ লেটার)
- পাসপোর্ট
- দক্ষতার সার্টিফিকেট
- শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
- স্বাস্থ্যবীমা
- ভিসা আবেদন ফর্ম
- রিটার্ন টিকিট
- পাসপোর্ট সাইজের ছবি
- ট্রাভেল রেকর্ড
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- ভিসার ফি জমা দেওয়ার রশিদ
- অন্যান্য কাগজপত্র
জার্মানি যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার ভিসা খরচ ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। এছাড়া এজেন্সির উপর নির্ভর করে ভিসা খরচ ভিন্ন হতে পারে। বাংলাদেশ থেকে জার্মানি যেতে আগ্রহীদের জার্মানি যেতে কত টাকা লাগে সঠিক ধারণা রাখতে হবে।
বর্তমান বাংলাদেশ থেকে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে প্রায় ১০ লাখ টাকা থেকে ১৪ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে। জার্মানি স্টুডেন্ট ভিসা খরচ প্রায় ৫ লাখ থেকে ৭ লাখ টাকা হয়ে থাকে। আর টুরিস্ট ভিসার জন্য খরচ প্রায় ৪ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা হয়ে থাকে।
জার্মানি ভিসা প্রসেসিং নিজে নিজে করলে ভিসা খরচ তুলনামূলক অনেক কম হয়ে থাকে। তবে বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করলে খরচ অনেক বেশি হয়। অল্প খরচে জার্মানি যাওয়ার জন্য নিজে নিজে ভিসা প্রসেসিং করতে হবে।
Read Also: জার্মানি কাজের ভিসা পাওয়ার উপায়
জার্মানি যেতে কত বছর বয়স লাগে?
বাংলাদেশ থেকে জার্মানি যেতে বয়সের কোন বাঁধা নেই। তবে টুরিস্ট ভিসা, ভিজিট ভিসা ও কাজের ভিসা আবেদন করতে আবেদনকারীদের কমপক্ষে বয়স ১৮ বছর হতে হয়। টুরিস্ট ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ১৮ বছরের কম হলে অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে।
FAQs
বাংলাদেশ থেকে জার্মানির বিমান ভাড়া কত?
বাংলাদেশ থেকে জার্মানির বিমান ভাড়া প্রায় ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা।
বাংলাদেশ থেকে জার্মানির দূরত্ব কত কিলোমিটার?
বাংলাদেশ থেকে জার্মানির দূরত্ব প্রায় ৭ হাজার ২৮৭ কিলোমিটার।
বাংলাদেশ থেকে জার্মানি যেতে কত সময় লাগে?
বাংলাদেশ থেকে জার্মানি যেতে প্রায় ২০ ঘন্টা সময় লাগে।
Read Also: জার্মানি কোন কাজের চাহিদা বেশি